Header Ads

আহোম সেনাপতি লাচিত বরফুকনের ৪০০তম জন্মজয়ন্তী তে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

নয়া ঠাহর , দিল্লি :  আহোম সেনাপতি  লাচিত   বরফুকনের   ৪০০ তম    জন্ম জয়ন্তী  উপলক্ষে  প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি  শ্রদ্ধা  জানিয়ে বলেন  , গোলামি নয় ভারতের ইতিহাস বীর দের। দিল্লির  বিজ্ঞান  ভবনে  বীর লাচিত কে নিয়ে  তিন দিন ব্যাপী  আলোচনা চক্রের শেষ দিনে  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধান মন্ত্রীর হাতে বীর লাচিতের প্রতিমূর্তি তুলে দেন। প্রধানমন্ত্রী বীর লাচিত বরফুকনের  গৌরব  গাঁথা তুলে  ধরে  বলেন অসম লাচিতের মত বীর  সন্তানের জন্ম দিয়েছেন।  অসমীয়া ভাষাতে  অসমের  পবিত্র মাটিকে প্রণাম জানান। বলেন গোটা দেশে স্বাধীনতার ৭৫বর্ষ , আজদি কা মহোৎসব উদযাপিত হচ্ছে এই সময় বীর লাচিতের জন্ম বর্ষ এক তাৎপর্য বহন করছে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  আগে এই অনুষ্ঠানে    অংশগ্রহণ করে বলেন অসমের বীর  সন্তানের বীর  গাঁথা  নতুন করে লেখা  উচিত।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.