Header Ads

অন্য দলের তিন বিধায়ক বিজেপি তে যোগ দিতে পারেন

অন্যদলের তিন বিধায়ক ডিসেম্বরের প্রথম দিকে যোগ দিতে চলেছেন বিজেপিতে।


ননী গোপাল ঘোষ -- 19 ডিসেম্বর -- শিলং

অন্য দল থেকে তিন বিধায়ক ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নিজেদের দল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন মেঘালয় বিজেপির রাজ্য সভাপতি আরনেস্ট মাউরি। এই যোগদান পর্ব নতুন দিল্লিতে হবে । 

মাউরি তিন বিধায়কের নাম জানাতে চাননি । তবে বিজেপি ঘনিষ্ঠ সূত্রের খবর এই তিন বিধায়কের একজন হলেন গারোপাহাড়ের ফুলবাড়ির বিধায়ক এসজি এসমাতুর মমিনি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.