লাচিত বরফুকনের জন্ম জয়ন্তী শিলচরে
*লাচিত বরফুকনের জন্ম জয়ন্তী শিলচরে.......*
*শিলচর,(চার্বাক দেব )-* আজকে শিলচরে লাচিত বরফুকনের 400 শত তম জন্মজয়ন্তী আজ পলিত হতে দেখা গেল। এই উপলক্ষ্যকে কেন্দ্র করেই শিলচর শহরে এক মার্চ পাস্ট পরিক্রমা বাহির হতে দেখা যায়। এতে অংশ নেন কাছাড় জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ নোমল মাহান্ডা ও তার অন্যান্য পুলিশবাহিনী,আধা সামরিক বাহিনীর জোয়ান,স্কাউট গাইডস,এনসিসি সুসজ্জিত হয়ে প্যারেড করে চলতে। আজ বারো ঘন্টা বরাক বন্ধে জনজীবন কমছিল। এই মার্চ পাস্ট পরিক্রমার কার্যক্রমের সৃচনা জেলা শাসকের কার্যলয়ের সামনা হয়ে শিলচর পিডাব্লুডি হয়ে পুলিশ প্যারেড্ গ্রাউন্ডে মিলিত হয়।
কোন মন্তব্য নেই