Header Ads

মেঘালয় কি গুয়াহাটি দিল্লি র কথায় চলবে ?কোনো আত্ম সম্মানবোধ নেই প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মেঘালয়ার তুরায় জনসভায় যোগ দিলেন অভিষেক বন্দ্যেপাধ্যায় ।


ননী গোপাল ঘোষ -- শিলং -- 19 নভেম্বর 

মেঘালয়ায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা না হলেও সব রাজনৈতিক দলেরই নির্বাচনী তৎপরতা শুরু হয়ে গেছে । এর ব্যতিক্রম নয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও।

মেঘালয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ মুকুল সাংমা 12 - জন কংগ্রেস বিধায়ককে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরই মেঘালয়ায় সংগঠন বাড়াতে জোরদারভাবে নেমে পড়ে তৃণমূল । পশ্চিমবঙ্গের মন্ত্রী মানস ভুঁইঞাকে মেঘালয়ার সংগঠনের দায়িত্ব দেওয়া হয় ।


শুক্রবার মেঘালয়ার গারোপাহাড়ের তুরার আইন কলেজের মাঠে এক জনসভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায় বক্তব্য রাখেন। এদিনের জনসভায় অভিষেক প্রশ্ন তোলেন, মেঘালয়া কি দিল্লি বা গুয়াহাটি থেকে শাসিত হবে? মেঘালয়ার কি আত্মসম্মান নেই? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মেঘালয়ার এনপিপি - বিজেপি জোট সরকারের সমালোচনায় মুখর হন। মেঘালয়ার বিভিন্ন ক্ষেত্রের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন । তিনি বলেন, রাজ্যে রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি এত সক্রিয় । তা হলে মেঘালয়ার দুর্নীতি নিয়ে কেন কোনও তদন্ত হচ্ছে  না?  অভিষেকের দাবি , মেঘালয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। তৃণমূল জেতার জন্যই ভোটে লড়বে বলে জানিয়ে অভিষেক বলেন , মেঘালয়া ও ত্রিপুরার রাজনীতিতে তৃণমূল দীর্ঘমেয়াদে থাকার জন্যই নেমেছে ।

মেঘালয়ায় তৃণমূল কংগ্রেসই প্রধান বিরোধী দল।দলের  যুগ্ম সম্পাদক জয়ন্ত সেনের দাবি তুরার প্রত্যন্তর অঞ্চল থেকে বহু মানুষ সভায় যোগ দেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.