অসহযোগ আন্দোলনের বিরূপ প্রভাব শিলং এ ও
অসহযোগ আন্দোলনের প্রভাব শিলঙে ।
ননী গোপাল ঘোষ -- 25 নভেম্বর -- শিলং
অসম-মেঘালয়ার সীমান্ত এলাকা মুখরোয় ঘটে যাওয়া ঘটনার জেরে শুক্রবার অসহযোগের ডাক দিয়েছিল মেঘালয়ার পাঁচটি প্রভাবশালী সংগঠন । এই অসহযোগের জেরে শিলঙের অফিসগুলিতে উপস্থিতির হার ছিল খুবই কম। এমনকী শিলঙের মুখ্য ও অতিরিক্ত সচিবালয়েও উপস্থিতি অন্যদিনের তুলনায় কমই ছিল । শিলং শহরের মুখ্য ও গুরুত্বপূর্ণ বাজারগুলো বন্ধই ছিল । রাস্তায় লোকচলাচল ও যানবাহনের সংখ্যা কমই ছিল শুক্রবার ।
কোন মন্তব্য নেই