শিলং এ অশান্তি পুলিশ অফিসারের উপর আক্রমণ
শিলং, সংবাদদাতা
গারোপাহাড়েও আজ চলতি আন্দোলনের সমর্থনে পাঁচটি সংগঠন দুই ঘন্টার অসহযোগের ডাক দিয়েছিল । দুপুর একটা থেকে তিনটে অবধি অসহযোগের ডাক দেওয়া হয়েছিল গারো পাহাড়ে।
এদিকে, শিলঙে ট্রেনিং নিতে আসা কাস্টমস ও সেন্ট্রাল এক্সাইজের এক ইন্সপেক্টর অলক কুমার বৃহস্পতিবার শিলঙের আইজিপি পয়েন্টে একদল উগ্র দুষ্কৃতীর হামলার মূখে পড়ে গুরুতর আহত হন। অলক কুমারের মোবাইল ফোন ও হেয়ারিং এড হাতিয়ে নেয় দুষ্কৃতীরা । সঙ্গে সঙ্গেই আহত অলক কুমারকে ভর্তি করা হয় শিলঙের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে। শুক্রবার তাঁকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে ।
অন্যদিকে, রাজ্যের প্রভাবশালী ছাত্র সংগঠন খাসি ছাত্র সংস্থার ( কেএসইউ) সাধারণ সম্পাদক ডোনাল্ড ভি থাবা জানিয়েছেন, সরকার তাদের দাবি পূরণ করুক শীঘ্রই । কেএসইউ -র দাবি সরকারকে আন্তঃরাজ্য সীমান্তের স্পর্শকাতর এলাকায় পুলিশ আউটপোস্ট বসাতে হবে । ডোনাল্ড ভি থাবা আরও বলেন , যদি সরকার অনড় থাকে তবে আগামী সপ্তাহে আলোচনায় বসে পরবর্তী আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নেবেন ।
কোন মন্তব্য নেই