Header Ads

মানুষ পানীয় জল পাচ্ছে না ,হাহাকার অবস্থা

একুশ তম শতাব্দীতেও শহর ও গ্রামের শত শত মানুষ বিশুদ্ধ খাবার জল থেকে বঞ্চিত....
স্টাফ রিপোর্টার , শোণিতপুর 25 নভেম্বর: জল হি জীবন হে,বিশুদ্ধ জল পে সবকা অধিকার হে , ঘরে ঘরে সরকারি কল থাকবে এবং সবাই বিশুদ্ধ খাবার জল পাবে। প্রধানমন্ত্রীসহ দেশের অন্য সব নেতারা এই সংলাপ দিয়ে নিজ নিজ স্বার্থ পূরণ করলো এবং সাধারণ মানুষের কাছে ভোটের শিকল তৈরি করলেও সংলাপ শুধু সংলাপের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেলো । উল্লেখ্য যে, তেজপুর সঙ্গমণ্ডলের অন্তর্গত রাঙ্গাপাড়া সমষ্টির ধুলাপাডুং চা বাগান এলাকায় জলজীবন মিশনের অন্তর্গত ওই অঞ্চলের সমস্ত বাড়িতে সরকারি ট্যাপ বসানো হয়েছিল এবং সেই ট্যাপের মাধ্যমে কিছু মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ খাবার জলও পাওয়া যেত।  কিন্তু গত কয়েক মাস ধরে এক ফোঁটা জলও না পাওয়ায় এ অঞ্চলের মানুষ বিশুদ্ধ খাবার জলের জন্য আকুল হয়ে উঠেছে। আশ্চর্যের বিষয় হলো আগে বিদ্যুতের সমস্যার কারণে ওই অঞ্চলের মানুষ খাবার জল পেত না। সমস্যার পরিপ্রেক্ষিতে সেখানে একটি জেনারেটর বসানো হয়েছিল, এখন সেই জেনারেটরে ডিজেলের সমস্যা মানে জেনারেটরের ডিজেল কে কিনবে এবং টাকা আসবে কোথা থেকে। অর্থাৎ সার্বিকভাবে সরকারের সমস্যায় ভুগছে শুধু সাধারণ ও নিরীহ মানুষ। শুধু তাই নয়, তেজপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বহু বাড়িতেও সরকারি বিশুদ্ধ খাবার জলের সমস্যা বহু মাস ধরে। লক্ষণীয় বিষয় হলো, বিভাগীয় সদস্যদের এ বিষয়ে জানানো সত্ত্বেও কোনো উন্নয়ন হচ্ছে না। অন্যদিকে গণেশ শর্মা নামে স্থানীয় এক ব্যক্তি গত দশ বছর ধরে ধুলাপাদুং পাম্প হাউসে কাজ করলেও তাকে কোনো বেতন দেওয়া হয় না। এই সমস্ত ঘটনা সত্ত্বেও, সাধারণ মানুষের এখনও বর্তমান সরকারের প্রতি কিছুটা আস্থা রয়েছে, তাই তারা জলজীবন মিশনকে সম্পূর্ণ সফল করার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.