২১দিন লড়াই করে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা হার মানলেন
নয়া ঠাহর,কলকাতা:বহরমপুরের মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ১৯ দিন লড়াই করার পর মারন রোগ ক্যান্সারের কাছে হার মানলেন। আজ কলকাতার হাসপাতাল থেকে লাল বেনারসী, লাল সিঁদুরের টিপ পড়িয়ে কুন্ডঘাটে নিয়ে যাওয়ার পথে সিনেমা জগতের শিল্পী রা শোকে ভেঙে পড়েন ।জিয়াগঞ্জের মানুষ বিশ্ব বিখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিং চিকিৎসারব সব বায় বহন করেন বলে জানা গেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন।
কোন মন্তব্য নেই