Header Ads

কলকাতায় বাংলা ভাষা রক্ষার ডাক

  বিজয় চক্রবর্তী  কলকাতা :১৯ নভেম্বর কলেজ স্কোয়ার , কলকাতায় সারা ভারত বাংলা ভাষা মঞ্চের উদ্যোগে বল পূর্বক সারা দেশে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোদ্ধে, এবং বাংলা ভাষাকে দ্রুপদী ভাসার স্বীকৃতি দেবার দাবী ও বহির্বঙ্গে বাঙালি নির্যাতন বন্ধের দাবিতে ও বাংলা ভাষা সংরক্ষণের দাবিতে পদ যাত্রায় আসাম নাগরিক মঞ্চের সাধারন সম্পাদক বিজয় চক্রবর্তির নেতৃত্বে একটি প্রতনিধিদল পদ যাত্রায় অংশ গ্রহণ করে। উপরের ছবিগুলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। ছবিতে অন্যান্যদের সাথে বিজয় চক্রবর্তিকে দেখা যাচ্ছে।  অসমের কমল দত্ত   চন্দন মজুমদার রাও ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.