Header Ads

সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ১৮ নভেম্বর বরাক বন্ধ

নয়া ঠাহর, প্রতিবেদন:

শুধু চাকুরী ক্ষেত্রে নয়,সমস্ত রকম উন্নয়নের ব্যাপারে বরাক উপত্যকার মানুষের মনে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহি:প্রকাশ  আজকের অর্থাৎ ১৮ ই নভেম্বরের এই সর্বাত্মক স্বতস্ফূর্ত বনধ্ । 
       হিমন্ত বিশ্বশর্মার সরকার নিশ্চয়ই অনুধাবন করবেন কৌশলে ভোটে জিতে সরকার ঘটন করলেই মানুষের মন জয় করা যায় না। বরাকবাসী এই বনধের মাধ্যমে সরকারকে সেই হুঁশিয়ারি দিচ্ছে । চাকুরী ক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী জেলাস্তরে নিয়োগ করার নির্বাচনী প্রতিশ্রুতি যে প্রহসনে পরিণত হয়েছে,  তা বরাকবাসী মর্মে মর্মে উপলব্ধি করছে। মানুষ বেশিদিন ধাপ্পাবাজী সহ্য করবে না। অর্থনৈতিকভাবে সুপারীচাষীদের পঙ্গু করে দিতে যেমন সুপারীর উপর বিধিনিষেধ জারী করেছেন, তেমনি উন্নয়নের ক্ষেত্রে মন্থর গতি আমরা ভালভাবেই লক্ষ্য করছি। আগামীদিনে বৃহত্তর আন্দোলনের জন্য বরাকবাসী তৈরী হচ্ছে । কোন রকম দমন পীড়ন এই গণক্ষোভ কে স্তব্ধ করতে পারবেনা। বনধকে সমর্থন করার জন্য ইতিমধ্যে স্বৈরাচারী অসম সরকার আমাদের আমরা বাঙালী দলের করিমগঞ্জ জেলা কমিটির সচিবকে নোটিশ ধরিয়ে ভয়ভীত করার অপচেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি দমন পীড়ন করে আমাদের আটকানো যাবে না । সাধারণ মানুষের স্বার্থে আমরা আনদলন চালিয়ে যাবো। 
   বনধ সফল করার জন্য আমরা বরাকবাসীকে অভিনন্দন জানাচ্ছি ।


           নিবেদক---
         সাধন পুরকায়স্থ 
     সচিব, আমরা বাঙালী 
       অসম রাজ্য কমিটি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.