Header Ads

দুর্গাপুজো তে নিয়ম নীতি মেনে চলুন ,মুখ্যমন্ত্রীর নির্দেশ

দূর্গা পুজো ১১টি নিয়ম পালন করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।।

১)  পুজোর সময় কোন গাড়ি বা বাইক আরোহী মদ পান করে চালালে লাইসেন্স বাতিল এবং  ১০ হাজার টাকা জরিবানা।।

২)  মোটর সাইকেলের আরোহী সইতে দু জনেই হেলমেট পড়তে হবে।। না হলে ২ হাজার টাকা জরিবানা।

৩) ছোট গাড়ি চালক এবং যাত্রী সিট বেল্ট পরতে হবেই হবে।।

৪) যেখানে সেখানে গাড়ি মোটর সাইকেল পার্কিং করা চলবে না।।  জরিবানা হতে হবে।।

৫) Wrong Said এ গাড়ি বা বাইক চলালে বৃহৎ জরিবানা ব্যবস্থা ।

৬) পুজোর কমিটির যেকোনো মেম্বার পুজোর প্যান্ডেল সম্মুখে বাইক বা গাড়ি পার্কিং করতে পারবেন না। করলেই জরিবানা।।

৭) পুজোর মণ্ডপের সম্মুখে কোন অস্থায়ী দোকান দেওয়া চলবে না।।

৮) সার্বজনীন পুজোর করা প্রত্যেক প্যান্ডেল গুলোর PWD থেকে NOC পারমিশন কাগজ লাগিবে।।

৯) পুজোর প্রত্যেক প্যান্ডেল গুলোতে CCTV ব্যবস্থা থাকতে হবে।। এটি প্রত্যেক পুজোর কমিটির দায়িত্ব।।

১০) পুজোর প্যান্ডেলে সাউন্ড সিস্টেমর নিয়ম নীতি থাকবে প্রশাসনের মাধ্যমে।।

১১)আসাম রাজ্যের এই মহা শারদ পুজোতে যেনো কোন দুর্ঘটনা না ঘটে সেই দিকে তীক্ষ্ণ নজর রাখবেন প্রত্যেক জেলা প্র শাসন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.