Header Ads

প্রধানমন্ত্রী নামিবিয়া থেকে আনা চিতার নাম রাখলেন আশা

নয়া ঠাহর,কলকাতা: প্রধানমন্ত্রীর ৭২  তম জন্ম দিনে   আফ্রিকার নামিবিয়া জঙ্গল থেকে ৮টি চিতা বাঘ আনা হয়, তারমধ্যে ৫টি  নারী।প্রধানমন্ত্রী তাদের নাম রেখেছেন " আশা "বা  হোপ   ,এই  আশা তে যাতে তাদের থেকে আরও বংশ বৃদ্ধি হবে।    মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের  পৃথক  পৃথক  জোন করে চিতাগুলি কে আলাদা করে  ছেড়ে দেওয়া হয়েছে। এক মাস দেখার পর বিশাল উদ্যানে ছাড়া হবে।৭০বছর আগে ভারতে চিতার অবলুপ্তি ঘটেছে। মধ্যপ্রদেশে পুজোয় বেড়াতে গেলেও বাঙালি পর্যটকদের তা দেখার সুযোগ দেওয়া হবে না। চিতাকে কেন্দ্র করে দেশে বিরাট আগ্রহের সৃষ্টি হয়েছে। যে এয়ারক্রাফট করে চিতা বাঘ গুলোকে আনা হয় সেই বিমানের মুখ চিতার মুখ আঁকা হয়েছিল। কুনো  জাতীয় উদ্যান এখন দেশ বিদেশের পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ 
৮টি চিতার মধ্যে তিনটি পুরুষ তাদের নাম হল ফ্রেডি, এলটন  ও  ওবান ,স্ত্রী চিতাদের নাম সিয়ায়া ,আশা, তিবলিস,শাসা,এবং   সা ভানা।  প্রধানমন্ত্রী একটির নাম দিয়েছেন আশা।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.