বিশ্বের বৃহত্তম নদী গঙ্গা তে সবচেয়ে বেশি প্লাস্টিক আবর্জনা ফেলা হয়
অমল গুপ্ত ,কান্দি, মুর্শিদাবাদ:বিশ্বের পরিবেশ সমস্যার অন্যতম কারণ প্লাস্টিক, সবচেয়ে বড় সমস্যা সমাধানের পথ দেখা যাচ্ছে না ।সরকার ব্যর্থ।সাগরে তিমি মাছের পাঁচটির মধ্যে একটি র পেটে প্লাস্টিক আবর্জনা তে ভরা বলে এক সমীক্ষা থেকে জানা গেছে। তুষারের ভাল্লুকের পেটেও প্লাস্টিক পাওয়া গেছে।বিশ্বে ভারতের পবিত্র নদী গঙ্গা তে সব চেয়ে বেশি প্লাস্টিক আবর্জনা ফেলা হয় বলে জানা গেছে।প্রথম স্থান চীন ,সেখানকার টাইপে নদীর পর ভারতের গঙ্গা নদী। এশিয়া মহাদেশের ১২২নদী ভয়ঙ্কর ভাবে প্লাস্টিক দূষণ ,তার মধ্যে ভারতের স্থান প্রথম। সংসদে এক প্রশ্নের জবাবে জানা গেছে দেশে ১৪৫টি নদী দূষিত।তার মধ্যে গঙ্গা ,যমুনা ,ব্রহ্মপুত্র সহ সব বড় নদী আছে। ভারতের পবিত্র নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়। দেশের অধিকাংশ কল কারখানার আর নর্দমার আবর্জনা নোংরা দূষিত জল ফেলার বড় ডাস্টবিন বা মুখ দেশের নদ নদী গুলো। উত্তর প্রদেশের কানপুরের জুতোর কারখানার কেমিক্যাল মেশানো দূষিত জল সবটাই গঙ্গাতে ফেলা হয় বলার কেউ নেই। দেশের ২,৩জন মহান ব্যক্তি গঙ্গা দূষণের দাবিতে অনশন ধর্মঘট করে প্রাণ আহুতি দিয়েছেন। প্লাস্টিক মুক্ত দেশ গড়ার কথা মাঝে মাঝে নেতারা বলেন নির্বাচনের আগে আগে। দেশের পরিবেশ বিজ্ঞানীরা আরো ভয়ানক বিপদের কথা জানিয়েছেন বলেছেন প্লাস্টিক ৫০০ বছরেও মাটিতে মেশে না বিনষ্ট হয় না।প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র মাইক্রো কনা মানুষের দেহে প্রবেশ করছে।মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ক্যানসার সহ নানা মারণ রোগের কারণ প্লাস্টিক , এত কিছু জানার পরও প্লাস্টিক ব্যবহার বেড়েই চলেছে। রাস্তা, ঘাট, নর্দমা, নদ নদী সব প্লাস্টিক আবর্জনাতে ভরে গেছে। ভোগ বিলাসে মত্ত সামাজিক দায়িত্ব বোধ নেই মানুষের ঘরে ঘরে অসুখ ,ঘরে ঘরে বিপদ, ১৮থেকে,৮০র হাতে অত্যাধুনিক যন্ত্র মোবাইল দেশকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে দূষণ ছড়াচ্ছে যা প্লাস্টিকের দূষণ থেকেও মারাত্মক।








কোন মন্তব্য নেই