Header Ads

উত্তর প্রদেশ এ দুজন দলিত কন্যাকে ধর্ষণ ও ,হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে

নয়া ঠাহর ,কলকাতা: উত্তর প্রদেশের  খেরি জেলার লখিমপুরে দুজন দলিত কন্যাকে ধর্ষণ  করে গাছে ঝুলিয়ে দিয়েছে  বলে সংবাদ সূত্রে জানা গেছে। এক জন ১৬ ও একজন ১৭বছরের দুই গরিব দলিত কন্যাকে  তিন জন ব্যাক্তি অপহরণ করে ধর্ষণ করার পর নির্মম ভাবে হত্যা করে  গাছে ঝুলিয়ে  দেয় বলে পারিবারিক  সূত্র পুলিশের কাছে অভিযোগ করেছে।  উত্তর প্রদেশে নারীদের উপর অত্যাচার চলছেই। দিল্লির অবস্থা ও ভালো নয় ।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে  এক ছাত্রী   কাঁদতে কাঁদতে সরাসরি প্রশ্ন  করেন দিল্লির নারীদের  নিরাপত্তা  সুনিশ্চিত করুন। আমরা পথে ঘাটে বেরোতে পাচ্ছি না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.