Header Ads

করোনা অতিমারি কি শেষের পথে, হু সে কথায় বলছে

নয়া ঠাহর,কলকাতা: বিশ্ব স্বাস্থ্য প্রধান ট্রেডস  এডনম  গ্রেবিসাস  জানিয়েছেন গোটা  বিশ্বে   করোনা  সংক্রমণ নাটকীয় ভাবে কমে গিয়েছে। গত এক সপ্তাহ এ  খুব কম সংখ্যক মানুষ    নতুন করে সংক্রমিত হয়েছেন। জানান ২০২০ সালের  মার্চ মাসের পর এত  কম মানুষ আক্রান্ত হয়েছে। যদিও ব্রিটেন আমেরিকা বি এ,   ৪,৬ নামে অমিক্রনের এক  সাব ভেরিয়েন্ট ছড়াচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.