প্রোদ্ননো গিরাদকর মহিলা চিতা বাঘ প্রশিক্ষক মধ্যপ্রদেশের কুনো উদ্যানে ছেড়ে দেওয়া চিতার দেখ ভাল করবেন
নয়া ঠাহর,কলকাতা: আফ্রিকার নামিবিয়া বনাঞ্চল থেকে নিয়ে আসা ৮টি চিতা বাঘ কে দেখ ভাল করবেন ভারতের এক মহিলা প্রশিক্ষক শ্রীমতী গিরাদকর।তিনি এই চিতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন বলে সংবাদ সূত্রে জানা গেছে। চিতাগুলি ঠিক মত খাওয়া দাওয়া করেছে।সুস্থ আছে। প্রধানমন্ত্রী এই চিতা গুলি নিয়ে ভিডিও করেছেন। দেশে ৭০বছর পর চিতা এলো।১৫০কিলোমিটার স্পিড এ বা গতিতে ছুটতে সক্ষম চিতার ডাক কিন্তু মিহি গলার বেড়ালের মত মিউ মিউ ।অনেক কাল বাদ শোনা গেল ভিডিওর মাধ্যমে।
কোন মন্তব্য নেই