Header Ads

তাপ বিদ্যুত গুলো ২০মিলিয়ন মেট্রিক টন কয়লা মজুত করেছে পুজোয় বিদ্যুত যাবেনা

নয়া ঠাহর,কলকাতা:দেশে কয়লা সংকট চলছেই। রাশিয়া  ইউক্রেন যুদ্ধে সামিল হওয়ায় কয়লা  আমদানি কমেছে।দেশের ৯০শতাংশ তাপ বিদ্যুত কেন্দ্র থেকে কয়লা নির্ভর।এবার পুজোয় কারেন্ট যাবে না এমন আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয়  বিদ্যুত সচিব আলোক কুমার  জানিয়েছেন দেশের তাপ বিদ্যুত কেন্দ্র গুলো ইতিমধ্যে ২০  মিলিয়ন কয়লা মজুত করে রেখেছে তাই পুজোর সময় বিদ্যুত চাহিদা মেটাতে পারবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.