হিজাব না পড়ার অপরাধে এক তরুণীকে হত্যা করা হল ইরানে
নয়া ঠাহর,ওয়েভ :ইরানে র প্রধান সড়ক তেহরানে ২২বছরের যুবতী হিজাব না পড়ার অপরাধে নীতি পুলিশ তাকে মারধর করে টেনে হিজরে গাড়িতে তুলে নিয়ে যায়, পরে হাসপাতালে মারা যান।সারা বিশ্ব এই ভিডিও দেখে ছি ছি করে। মাহসা আমিনী নামে তরুণীটি অসুস্থ আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।রাস্তায় মরাল বা নীতি পুলিশ তাকে অপহরণ করে মারধর করে গাড়িতে তোলে। পরে কোমায় চলে যায়। মিথ্যা করে ঘোষণা করা হয় ব্রেনডেথ হয়েছে। অপহরণের সময় মহিলা পুলিশ ও ছিল তা ভিডিও তে দেখা গেছে। অপবাদ ঢাকতে ইরান সরকার নীতি পুলিশ কে সাসপেন্ড করেছে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই