অসমের চা জন গোষ্ঠীর উগ্র পন্থী সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্র এক চুক্তি সম্পাদন করে
নয়া ঠাহর,গুয়াহাটি: অসমের চা শ্রমিক দের জঙ্গি সংগঠনের এক হাজারের বেশি সদস্য আত্মসমর্পণ করেছে ।কেন্দ্রীয় সরকার চা জন গোষ্ঠীর উগ্রপন্থী সংগঠনগুলোর সঙ্গে এক চুক্তিতে উপনীত হন।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রমুখ দের উপস্থিতিতে দিল্লীতে এই চুক্তি হয়। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ চা জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে একহাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন। তিনি আশ্বাস দেন ২০২৫সালের মধ্যে অসম তথা উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত সমস্যা সহ সব সমস্যা সমাধান হয়ে যাবে। এদিকে রাজ্যের উজানে ৬জনগোষ্ঠীকে তপশীলভুক্ত করার দাবিতে আন্দোলন শুরু হয়েছে।








কোন মন্তব্য নেই