নগাঁও পুলিশ সুপারের সাংবাদিক সম্মেলন
নগাঁওতে পুলিশ সুপারের সাংবাদিক সম্মেলন ।
গতকাল উদ্ধার হ ওয়া কিশোরী জনের সম্পর্কে অনুসন্ধান অব্যাহত।
সুনীল রায় নগাঁও ১৬সেপ্টেম্বর:- গতকাল বিকালে নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়ে কোনো লোকে অচেতন অবস্থায় রেখে যাওয়া সম্পর্কেনগাঁওয়ের পুলিশ সুপার লীনা দলেয়ে আজ এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জনে জানান যে কিশোরী জনের বাবার সাথে কোনো কথাতে মতানৈক্য হ ওয়ার জন্য সোমবারে বাড়ী হতে বের হয়ে এসেছিল। গতকাল কোনো লোকে কিশোরী জনকে চিকিৎসালয়টিতে রেখে চলে যায়।এই সম্পর্কে তদন্ত করা হচ্ছে।বিদ্যালয়ে যাওয়ার পথে কিশোরী জন নিরুদ্দেশ হ ওয়া বিষয়টি এখনো স্মষ্ট হয় নাই।কিশোরী জনে যৌন নির্যাতনের বলি হ ওয়ার কথা প্রকাশ্ করে পুলিশ বিষয়া জনে।বর্তমান কিশোরীজন চিকিৎসাধীন হয়ে আছে।সুহৃদ হলে আমি জিজ্ঞেসাবাদ করবো।কিশোরী জনে দেওয়া তথ্যের উপরে ব্যবস্থা গ্ৰহন করা হবে। ইতিমধ্যে একটি কেস নথিভুক্ত করা হয়েছে।








কোন মন্তব্য নেই