শিলচর গুরুচরণ কলেজের প্রাক্তনীদের সভা দিল্লীর চিত্তরঞ্জন পার্কে অনুষ্ঠিত হল
*শিলচরের গুরুচরণ কলেজের প্রাক্তনীদের সভা চিত্তরঞ্জন পার্কে অনুষ্ঠিত হল*
নয়া ঠাহর প্রতিবেদন, নুতন দিল্লি: গুরুচরণ কলেজ প্রাক্তনীদের সংস্থার বার্ষিক সাধারণ সভা কোভিড মহামারীর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হল রবিবার দিল্লির চিত্তরঞ্জন পার্কের এক সভাগৃহে।
হাইব্রিড মোডে পরিচালিত সভাটিতে বহু প্রাক্তনীরা উপস্থিত ছিলেন পরিবারসহ। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অনেক প্রাক্তন ছাত্রও ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সভাতে যোগ দিয়েছিলেন ।
প্রাক্তনীদের এ সভা বরাক উপত্যকার উভয় সংসদ সদস্যের কাছ থেকে অত্যন্ত সদয় এবং উদ্দীপ্ত বার্তা পেয়েছে, যাদের মধ্যে একজন কলেজের প্রাক্তন ছাত্রও। উপস্থিত বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন দিল্লির শ্রীহট্ট সম্মিলনীর সভাপতি নবজিৎ তালুকদার এবং প্রবীণ অবসরপ্রাপ্ত আমলা সুমিত দত্ত মজুমদার। এই দুজনেই প্রাক্তন ছাত্র সমিতির শুভাকাঙ্ক্ষী।
বার্ষিক সভার মূল কার্যক্রমগুলির মধ্যে একটি ছিল 2022-2025 সালের জন্য কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচন করা। সুস্থ নির্বাচন পরিচালনার পর নির্বাচিত প্রধান পদাধিকারীরা নিম্নরূপ:
1. সভাপতি: সৌম্য কান্তি পুরকায়স্থ
2. সাধারণ সম্পাদক: লুনা পুরকায়স্থ
3. কোষাধ্যক্ষ: সুমিত্র ধর
এছাড়াও, 15 জন সহ-সভাপতি, 3 জন যুগ্ম সম্পাদক এবং 24 জন কার্যনির্বাহী সদস্যসহ সারা দেশের বিভিন্ন জায়গায় থাকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অস্ট্রেলিয়ায়ে বসবাসকারী প্রাক্তনীদেরও নির্বাচিত করা হয়।
কোন মন্তব্য নেই