Header Ads

পুজোর অনু গল্প চোখে জল আসবে

অনু-গল্প
  
*"আমার পূজো"*

"বিমল, এদিকে আয়"। 

বাংলা শিক্ষকের হুঙ্কারে ভীরু পায়ে সামনে এসে করুন দৃষ্টি মেলে দাড়ালো বিমল ।

'আমার পূজো' রচনা কি লিখেছিস হতচ্ছাড়া । কাশফুল, নীল আকাশ তো ভালোই লিখছিলি কিন্তু পূজোর কথা শুরু করেছিস দশমী দিয়ে ? ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কিছু নেই সোজা দশমীতে চলে গেলি হতভাগা ?

"দশমীর পর বাপ ঢাক বাজিয়ে শহর থেকে ফিরলে লতুন জামা, মায়ের শাড়ি, ভালো ভালো খাবার পাই আমরা তাই ওইদিন থেকেতো আমাদের পূজো শুরু হয় মাস্টারমশাই । আপনি বললেন 'আমার পূজো' লিখতে, আমাদের পূজো তো প্যান্ডেলের ঠাকুর বিসর্জনের পর বাপ ফিরলে শুরু হয় মাস্টারমশাই ।"

চোখের জল লুকিয়ে মাস্টারমশাই ইরেজার খুঁজতে লাগলেন বিমলের বাংলা খাতায় লালকালিতে দেওয়া শূন্য নম্বর মোছার জন্য।

কার লেখা জানিনা। এতো ভালো লাগলো। মনে হলো সবাই মিলে পড়ি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.