দুর্গাপুজো উপলক্ষে বিহারা পুলিশ ফাঁড়ীতে শান্তি কমিটি গঠন
আসন্ন দুর্গোৎসব উপলক্ষে বিহাড়া পুলিশ ফাঁড়িতে শান্তি কমিটি গঠন
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : শান্তি সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করার লক্ষ্যে বিহাড়া পুলিশ ফাঁড়ি-তে এক শান্তি কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বিহাড়া পুলিশ ফাঁড়ি-তে এক বিস্তীর্ণ সভার আহ্বান করা হয়। এতে পৌরহিত্য করেন বিহাড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত গ্রামরক্ষী বাহিনীর সভাপতি সুরমান আলী। এদিন বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্য সুবর্ণ কুমার দাস ও সিওবিডিও হিতেস চক্রবর্তীর পরিচালনায় বিহাড়া পুলিশ ফাঁড়ির আওতাধীন গ্রামরক্ষী বাহিনী ও প্রায় ২৫ টি পূজা কমিটিকে নিয়ে এক বিস্তীর্ণ সভার মাধ্যমে শান্তি কমিটি ঘঠন করা হয়। এতে ফাঁড়ি ইনচার্য সুবর্ণ কুমার দাস-কে সম্পাদক করে বিশিষ্ট নাগরিক অসিত দেব-কে শান্তি কমিটির সভাপতি মনোনীত করা হয়। সভায় কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার, কৃষ্ণদাস সিনহা ও বিহাড়া পুলিশ ফাঁড়ির গ্রামরক্ষী বাহিনীর সভাপতি সুরমান আলী-কে উপদেষ্টা সাব্যস্ত করে ত্রিশ সদস্যের কমিটি গঠন করা হয়। এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রনেন্দু চক্রবর্তী, চন্দন চক্রবর্তী, সুরমান আলী, কমরুল ইসলাম প্রমুখ। এদিনের সভায় বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্য সুবর্ণ কুমার দাস তার বক্তব্যে প্রতিটি গ্রামরক্ষী বাহিনী ও দুর্গাপূজা কমিটির সম্মিলিত প্রয়াসে পূজা চলাকালীন সময়ে কোন ধরনের অপৃতিকর ঘটনা ছাড়া শান্তি ও সম্পিৃতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করার আহ্বান জানান। সিওবিডিও হিতেস চক্রবর্তী গ্রামরক্ষী বাহিনীকে তাদের প্রতিদিনের আপডেট রিপোর্ট সঠিক সময়ে জমা করার কথা বলেন। এছাড়াও গ্রামরক্ষী বাহিনীরা দায়িত্ব নিয়ে সময়ে সময়ে পূজা মণ্ডপে গিয়ে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান। এদিন সবার উপস্থিতিতে বিস্তারিত আলোচনা পর পূজা মণ্ডপ গুলিকে প্রতিমা, শান্তি শৃঙ্খলা ও সাজ-সজ্জার উপর বিশেষ পূরস্কৃত করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের পর সভার কাজ শেষ হয়।








কোন মন্তব্য নেই