Header Ads

ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানান

নয়া ঠাহর,   কলকাতা :: সাংহাই   সহযোগিতা  মূলক সংস্থার সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উজবেকিস্থান থেকে ফিরলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  প্রধানমন্ত্রী কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন দুই দেশ  প্রকৃতি পরিবেশ কে বিশেষ গুরুত্ত দেবে,  পারস্পরিক সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী  পুতিন কে  চিতা বাঘ ছাড়ার কথা  অবগত করেন। প্রধানমন্ত্রী  মোদি লড়াই থামানোর আর্জি জানিয়ে পুতিন কে বলেন  বিশ্বে কঠিন পরিস্থিতি চলছে  জ্বালানির সংকট তীব্র। এই সময় যুদ্ধ করার সময় নয় পারস্পরিক সহযোগিতা করার সময়। পুতিন আশ্বাস দিয়েছেন  ইউক্রেন - রাশিয়া লড়াই থামাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.