Header Ads

বিশ্বকর্মা পুজোর দিন জঙ্গলে চিতা বাঘ ছেড়ে জন্মদিন পালন প্রধানমন্ত্রীর

নয়া ঠাহর,কলকাতা: বিশ্বের কারিগর  বিশ্বকর্মা পুজোর আজকের  শুভ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনব ভাবে জন্মদিন পালন করবেন। মধ্যপ্রদেশের এক জঙ্গলে   কম করে পাঁচটি চিতা বাঘ   ছাড়বেন প্রধানমন্ত্রী। দেশে আর চিতা বাঘ নেই। আফ্রিকার জঙ্গল থেকে ৮টি চিতা  এনে ছাড়া হবে।  গতকাল নামিবিয়া থেকে কার্গো বিমানে ৮টি  চিতা ভারতে আনা হয়েছে।   হেলিকপ্টার করে তাদের দেশের জঙ্গলে ছাড়া হবে।১৯৫২সালের পর ভারতে চিতা বাঘ    নিশ্বেস হয়ে গেছে। প্রধান মন্ত্রী  তাঁর জন্ম দিনে বিদেশ থেকে ফিরেই  মধ্যপ্রদেশের এক জঙ্গলে যাবেন যেখানে চিতা ছাড়া হবে।  দেশে  রয়েল বেঙ্গল টাইগার ও কমে আসছে। ১৯৪৭ সালের আগে দেশে কয়েক লাখ  বাঘ ছিল।এখন চার হাজার ও বাঘ  নেই।   দেশে  দ্রুত হারে জঙ্গল   ধ্বংস  চলছে। সেই সঙ্গে পশু পাখি নিধন ও। তা রক্ষা করার মানুষ কোথায়?      প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিনে রাহুল গান্ধী  মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভর্চ্ছা   জ্ঞাপন করেছেন।













কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.