Header Ads

ইডি ,সিবিআই তদন্তের পিছনে বিজেপির একাংশ জড়িত থাকতে পারে, প্রধানমন্ত্রী আছেন বলে বিশ্বাস করেন না মমতা বন্দ্যোপাধ্যায়

নয়া ঠাহর , কলকাতা:   বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রীয় এজেন্সির অতি  সক্রিয়তা নিয়ে  উত্থাপিত  নিন্দা প্রস্তাব   কারো বিরুদ্ধে নয়। বলেন তার  মনে হয় বিজেপি র একাংশের  সমর্থনে ইডি ,সিবিআই   তদন্তে নেমেছে। প্রধান মন্ত্রীর  সমর্থন নেই। বিরোধী দলপতি  শুভেন্দু  অধিকারী বলেন বিধান সভাতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে  কোন বিল   তোলা যায় না।কেবল  তৃণমূল  নেতাদের বিরুদ্ধে দুর্নীতির  অভিযোগ উঠেছে।  বিধানসভার অধ্যক্ষ বিমান  বন্দ্যোপাধ্যায়  সদনের ভিতর প্ল্যাকার্ড  , ব্যানার  ইত্যাদি নিয়ে   যাওয়ার উপর  নিষেধাজ্ঞা আরোপ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.