Header Ads

ব্রিটেনে মহা রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার মহাসমারহের সময়ে লেস্টারে হিন্দু মন্দির ভাঙচুর

নয়া ঠাহর,ওয়েভ: ভারত পাক ক্রিকেট  খেলা কে কেন্দ্র করে  উত্তেজনা সৃষ্টি হয়  তারপর,  রবিবার লন্ডনের লেস্টারে এক হিন্দু মন্দির ভাঙ চুর করা হয়।  মন্দিরের মাথায় থাকা পতাকা ছিঁড়ে ফেলা হয়।ভারতের হাই কমিশনার  তীব্র নিন্দা করেছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু সহ বিশ্বের   নেতারা এই সময় রাণীর  শেষ কৃত্য মহা সমারোহে লন্ডনে উপস্থিত ।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.