নামিবিয়ার জঙ্গল থেকে ৮টি চিতা বাঘ এল ভারতে
নয়া ঠাহর,কলকাতা: দেশের জঙ্গলে নতুন সংযোজন নির্মূল হয়ে যাওয়ার পর বিপন্ন প্রজাতির চিতা বাঘ এল। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান এই চিতা ছাড়া হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়রিন্টেন থেকে এই চিতাগুলি জঙ্গলে ছাড়বেন।চিতাগুলি কে অভুক্ত অবস্থায় আফ্রিকার জঙ্গল থেকে আনা হয়েছিল। এখন সুস্থ আছে।তাদেরকে ছোট ছোট জঙ্গল এলাকা ঘিরে রাখা হবে।পরে উদ্যানে ছেড়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর জন্ম দিন সেবা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। আজ দেশ বিদেশে থেকে পাওয়া উপহার সামগ্রী নিলাম করা হবে ।নিলামের টাকাতে গঙ্গা নদী শোধনে ব্যবহার করা হবে।








কোন মন্তব্য নেই