Header Ads

গুয়াহাটি আই আই টি তে আবার এক ছাত্রের আত্মহত্যা

নয়া ঠাহর,গুয়াহাটি:গুয়াহাটি আই আই টি  দেশের মধ্যে  অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান  অথচ  দুর্ভাগ্যের বিষয়  এই প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে 
আবার কেরলের  ছাত্র সূর্য নারায়ণ প্রেম কিশোর নামে এক কৃতি ছাত্রর হোস্টেলে  ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই  ছাত্র ডিজাইন নিয়ে পড়া শুনা করেছি লেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে আজ পর্যন্ত ১৪জন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।  সম্প্রতি খড়গপুর আই আই টি তে পিএইচ ডি করা এক ছাত্র আত্ম হত্যা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.