জেনেভা ভিত্তিক প্রেস এমব্লেম ক্যাম্পেন মায়ানমারে ১৪৫জন সাংবাদিক কে মুক্তির দাবি জানিয়েছে
নয়া ঠাহর,কলকাতা: জেনেভা, সুইজারল্যান্ড ভিত্তিক প্রেস এমব্লেম ক্যাম্পেন (পি এ সি) মায়ানমারে ১৪৫জন সাংবাদিক কে বিনা দোষে গ্রেফতার করার প্রতিবাদ করে বিনা শর্তে মুক্তির দাবি জানিয়েছে। পি এ সির উত্তর পূর্বাঞ্চলের মুখ পাত্র বিশিষ্ট সাংবাদিক নব ঠাকুরিয়া আজ এই অভিযোগ করেন।
কোন মন্তব্য নেই