প্রধানমন্ত্রী কে জন্মদিনের শুভেচ্ছা এক কবির
তিথি/
আশুতোষ দাস।
*
( ভারতের মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ১৯৫০ ইংরেজিতে ভাগ্নাগারে ১৭সেপ্টম্বর জন্মগ্রহন করেন তার জন্মদিনে সু স্বাস্থ্য কামনা করে ও সমৃদ্ধি ভারতের অমৃতকাল কে স্বাগত জানিয়ে কবিতাটি লিখেছি)
*
( মূল বাংলা কবিতা থেকে অনুবাদ করেছেন বিভিন্ন ভাষায় এ, ডি,মুন্সী ও এ , আর রহমান আধুনিক প্রযুক্তির সহযোগিতায়)
*
কিছু কিছু মানুষ থাকে না ফুল হয়ে যায় ফুল হয়ে ফোটে।
কিছু কিছু মানুষ সর্বদা ঝলোমলো রোজ
ঠোঁটে সূর্য হয়ে ফোটে।
কিছু কিছু দিন প্রজাপতি হয়ে উড়ে সকাল
দুপুর।
কিছু কিছু মানুষের পায়ে কি ঈশ্বর বেঁধেছেন
স্বর্গীয় নুপুর।
কিছু কিছু মানুষের সান্নিধ্যে লুটিয়ে পড়ে
সমুদ্রের ঢেউ।
কিছু কিছু মানুষের ভেতর রয়েছে মনিমুক্তো
জানেনা কেউ।
কিছু কিছু মানুষের জন্যে পথভ্রষ্ট লোকেরা
পথখুঁজে পাচ্ছে।
কিছু কিছু মানুষের জন্মেরতিথি দিন থাকেনা
রাগের সুরে ভাসে হৃদয়ে।
কিছু কিছু মানুষের জন্যে পাখি ঘুমভাঙানিয়া
গান গেয়ে উড়ে যাচ্ছে।
কিছু কিছু মানুষের সান্নিধ্য কস্তুরী ঘ্রাণ
ছড়ায়।
কিছু কিছু মানুষ আপনকরে সবাইকে আজও ভালোবেসে জড়ায়।
কিছু কিছু মুহুর্ত এখন পতাকার মতো
উড্ডীন।
কিছু কিছু মানুষের কাছে অলঙ্কার হয়ে
থাকে ঋণ।।








কোন মন্তব্য নেই