Header Ads

আওয়ার অবলম্বন সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ

আওয়ার অবলম্বন সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ও সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিনিধ, পশ্চিমবঙ্গ: হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত নৈটি গ্রামে অবস্থিত আওয়ার অবলম্বন সংস্থার উদ্যোগে সংস্থার অফিস প্রাঙ্গনে শারোদোৎসব উপলক্ষে গরিব অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জ্ঞাপন করা হয় ২৮শে সেপ্টেম্বর বুধবার। অনুষ্ঠানটি উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন ও পঞ্চায়েত মন্ত্রী বেচারাম মান্না মহাশয়। তিনি আওয়ার অবলম্বন সংস্থার এই সাধু প্রয়াসকে ধন্যবাদ জানান স্বাগত ভাষণে। সংস্থার সম্পাদক মুজিবর রহমান সাহেব বলেন আমরা গরীব অসহায় মানুষদের পাশে আছি সবসময়ই থাকবো।যেমন গরিব মানুষদের পাশে থাকি শারদীয়ার উৎসবেও । অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দান করে সম্প্রীতির নজির সৃষ্টি করল। এছাড়াও থ্যালাসেমিয়া রোগীদের পাশেও আমরা থাকি ।  আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি বিশিষ্ট সাংবাদিক নওশাদ মল্লিক বলেন আওয়ার অবলম্বনে সামাজিক কাজের পাশে আমি সর্বসময় আছি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সনাতন কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীকা রাজেকা মল্লিক মহাশয়া, বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ ধারা, প্রাক্তন শিক্ষক বাসুদেব ঘোষ, মাওলানা সিবগাতুল্লাহ কাসেমী সাহেব। সম্মানীয় অতিথি জনাব অধ্যাপক সাইফুল্লাহ সাহেব বলেন মানুষের সেবায় নিবেদিত আওয়ার অবলম্বন সংস্থাকে আমি ধন্যবাদ জানাই। এদের সঙ্গে থেকে আত্মতৃপ্তি পেতে চাই। আওয়ার অবলম্বন এর মূল কাজ দুস্থ, পীড়িত মানুষদের চিকিৎসা প্রদান, গরিব ছাত্রদের সাহায্য প্রদান, অসহায় গরিব মানুষদের উৎসবে তাদের পাশে দাঁড়ানো ।  এই সংস্থার আর্থিক সাহায্যে বহু গরীব ছাত্র আজ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অধ্যাপক হয়েছেন। সম্মাননা জ্ঞাপন করা হয় সাংবাদিক নৌসাদ মল্লিক ও অধ্যাপক জনাব সাইফুল্লাহ সাহেবকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব আব্দুল গফফার মহাশয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.