Header Ads

কেন্দ্রীয় কর্মচারীদের ৪ শতাংশ ডি এ বৃদ্ধি, গরিব অন্ন যোজনা র খাদ্য ডিসেম্বর মাস পর্যন্ত বৃদ্ধি

নয়া ঠাহর,কলকাতা:দেশের ৫০লাখ কেন্দ্রিয় সরকারের কর্মচারী এবং ৬৭ ,লাখ কেন্দ্রীয় সরকারের  পেনসন ভোগী কে অতিরিক্ত ৪শতাংশ  হারে  ডি এ দেবার ঘোষণা কেন্দ্রের। প্রধানমন্ত্রীর গরিব অন্ন যোজনা  র বিনা মূল্যে খাদ্য সামগ্রী  দানের সময়সীমা ডিসেম্বর মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।আজ কেন্দ্রীয় ক্যাবিনেট এই  সিধান্ত নিয়েছে।  কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অসমের ডিব্রুগড়ে এসেছেন সেনাবাহিনীর এই অনুষ্ঠানে যোগ দেন।অরুনাচল প্রদেশ যাবেন। মৌলবাদী সংগঠন পি এফ আই কে আগামী ৫বছর পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা  করা হয়েছে।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.