মাঙ্কিপক্স এ প্রথম মৃত্যু ঘটল কেরলে
নয়া ঠাহর,গুয়াহাটি: করোনা সংক্রমণ চলছে নির্মূল হয় নি।এর মধ্যে দেখা দিয়েছে মাঙ্কিপক্স নামে ,মারাত্বক এক সংক্রমণ। এই দেশে প্রথম বার কেরলে গতকাল বিদেশ থেকে আসা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দিল্লীতে ও একজনের দেহে এই রোগ ধরা পড়েছে।
কোন মন্তব্য নেই