Header Ads

গ্রেটার নয়ডা পশ্চিম বাঙালি সন্থার পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ

*গ্রেটার নয়ডা ওয়েস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশনের নতুন ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণ* 
*নয়া ঠাহর প্রতিবেদন, নয়ডা এক্সটেনশন:* সমাজসেবী সুরজিৎ ঘোষালের নেতৃত্বে গ্রেটার নয়ডা ওয়েস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশনের নতুন ম্যানেজিং কমিটি প্রথমবারের মতো নির্বাচনের সফল সমাপ্তির পর প্রথম আগস্ট থেকে এক বছরের জন্য কার্য্যভার গ্রহণ করেন।
পঞ্জীকৃত সংস্থার নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশনার হিসেবে প্রথমবারের নির্বাচন প্রক্রিয়ার পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দিল্লির সাংবাদিক রত্নজ্যোতি দত্ত।
নতুন ম্যানেজিং কমিটির সহ-সভাপতিরূপে গৌতম বসু, সাধারণ সম্পাদক যতীন বাগচী, কোষাধ্যক্ষ হিসাবে বিশ্বজিৎ বোস এবং পাঁচালি শ্যাম দেব সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে থাকবেন।
শুভাশীষ ঘোষ, পুনম দত্ত ও অপরাজিতা গুপ্ত নতুন কমিটির যুগ্ম সম্পাদক, যুগ্ম কোষাধ্যক্ষ ও যুগ্ম সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনার দত্ত অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় ৩১ জুলাই (রবিবার) ম্যানেজিং কমিটির জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক বছরের জন্য  বৈধ মনোনয়নগুলোকে ঘোষণা করেন।
ম্যানেজিং কমিটির নয়টি পদের প্রথম নির্বাচনে একটি করে একক মনোনয়ন জামা পড়ে।
নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষভাবে ও সুচারুরূপে পরিচালনার জন্য দত্তকে সহযোগিতা করেন শর্মিষ্ঠা চরক্রবর্তী, সাগর সরকার এবং সুপ্রিয় সেনগুপ্ত।
 “আমরা বার্ষিক দুর্গা পূজার আয়োজন সহ বেশ কিছু কার্য্যক্রমের মাধ্যমে নয়ডা এক্সটেনশন এলাকায় সমৃদ্ধ বাঙালি সংস্কৃতিকে নুতন প্রজন্মের জন্য বজায় রাখার জন্য দায়বদ্ধ," বলেন সুরজিৎ ঘোষাল, নুতন কার্য্যকরী সমিতির সভাপতি।  
নতুন পরিচালন সমিতি আগামী দুর্গাপূজা সফল আয়োজনের জন্য সর্বশক্তি দিয়ে মনোনিবেশ করবে, ঘোষাল জানান। 
"পূজা আয়োজনে এবং এই সংগঠনটি পরিচালনায় আমি সকলের সহযোগিতা কামনা করছি,"  ঘোষাল বলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.