জীবন সুরক্ষা কার্ড বিতরণ
নগাঁও - মরিগাঁও জেলার জন্য জীবন সুরক্ষা কার্ড প্রদান।
সুনীল রায় নগাঁও ১লা আগষ্ট :- অল ইন্ডিয়া ইডোকেশ্যন হেলথ এবং চছিয়েল সার্ভিস এবং শংকর গুরুকোল নামের ট্রাছটি দুই টিই কেয়কশ লোককে প্রদান করে জীবন সুরক্ষা কার্ড।নগাঁও নাট্য মন্দিরে সারাদিন ব্যাপী কার্যসূচীরে অনুষ্ঠিত হ ওয়া জীবন সুরক্ষা কার্ডের প্রশিক্ষণ শিবিরের পর বিকালে এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত করে জীবন সুরক্ষা কার্ডের সম্পর্কে জনগণের সুবিধার কথা উল্লেখ করে ট্রাছের অধ্যক্ষ পার্থ দত্তে।স্বাস্থ্য, শিক্ষা, এবং নিয়োগ এই তিনটি শাখাতে জীবন সুরক্ষা কার্ডের মাধ্যমে ৪০শতাংশ পর্য্যন্ত রেহাই পাবে বলে জানতে দেন।বর্তমান জেলা এবং ব্লক পর্যায়ে ট্রাছের সদস্য ভর্তি কাজ চলতে থাকা বলে জানতে পারা যায়।
কোন মন্তব্য নেই