Header Ads

মহারাষ্ট্রের পর ঝাড়খন্ড সরকার ভাঙার চক্রান্ত করছে অসমের মুখ্যমন্ত্রী?সারা দেশে এই প্রশ্নে সরগরম

নয়া ঠাহর, গুয়াহাটি, কলকাতা: মহারাষ্ট্রের  শিবসেনা সরকার ভাঙতে  অসমে ঘোড়া বেচা হয়েছিল। এক অভিজাত হোটেলে আপ্যায়ন করে বিদ্রোহী দের পাশে নিয়ে  মহারাষ্ট্র সরকার ভাঙার চক্রান্ত হয়েছিল   তা সফল হয় । এবার ঝাড়খন্ড সরকার  ভাঙার  চক্রান্ত চলছে। ঝাড়খন্ড র তিন কংগ্রেস  বিধায়ক   ৫০কোটি টাকা নিয়ে কলকাতা আসেন তারা গত২০ জুলাই অসমে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন। সঙ্গেএকজন   মধ্যস্থ তাকারী ছিলেন বলে কলকাতা পুলিশ অভিযোগ করেছে।  কংগ্রেস বিধায়ক দের ১০কোটি টাকা করে দিয়ে ঘুষের বিনিময়ে বিজেপি সরকার  গড়ার    ছক  কষা  হচ্ছিল । কলকাতা পুলিশ   তিন  বিধায়ক সহ এক  আইন জীবীকে গ্রেফতার করা হয়েছে।  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  এই অভিযোগ  অস্বীকার করে বলেছেন  তার ভাবমূর্তি বিনষ্ট করার জন্যে  এই মিথ্যা অভিযোগ করা হয়েছে।   সাংসদ আব্দুল খালেক , বিধায়ক  অখিল গগৈ    হীরেন  গোহাই প্রমুখ এক ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.