Header Ads

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমাকে জেলা ঘোষণা করলেন মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 অমল গুপ্ত ,    পশ্চিমবঙ্গে  শিক্ষা বিভাগের দুর্নীতি  নিয়ে রাজনীতি  উত্তপ্ত , প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ই ডির জেলে, তার হাত থেকে মন্ত্রী পদ কেড়ে নেওয়া হয়েছে। এই তাল মাতাল অবস্থার মধ্যে  ক্যাবিনেট বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন করে ৭টি জেলা ঘোষণা করলেন।  কান্দি , মুর্শিদাবাদ বহরমপুর ,  সুন্দরবন,রানাঘাট ,বিষ্ণুপুর  প্রভৃতি ৭জেলার নাম ঘোষণা করেন।  তিনি কামরাজ স্টাইল এর মন্ত্রীসভা গঠনের  প্রস্তাব উড়িয়ে দেন।   কান্দি র মানুষ  নানাভাবে অবহেলিত  মুর্শিদাবাদ জেলার  সর্ষ ভান্ডার কান্দি ,এই কান্দি তে অঢেল দুধ  উৎপাদিত হয় ,  মুড়ি উৎপাদিত হয় । সবুজ শাকসবজি উৎপাদনে জেলাকে টেক্কা দেয়।   ধান চাল ,গুড় , দুধ   মাছ রেশম  প্রভৃতি যথেষ্ট পরিমানে উৎপাদন করেও গরীব কৃষক রা ন্যায্য  উচিত মূল্য  পায় না। যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে।কান্দির সঙ্গে জেলার সদর বহরমপুর এর যোগাযোগের এক মাত্র  সেতু  রণগ্রাম   সেতু ,বছর চারেক  ধরে  ভেঙে পড়ে আছে। বছর খানেক আগে থেকে নির্মাণ শুরু হয়েছে।  দেশের প্রাক্তন অর্থ মন্ত্রী প্রণব মুখার্জি র  কান্দি  হিজল অঞ্চলের বন্যা দুর্গত মানুষদের স্বার্থে   ৪০০কোটি টাকা বরাদ্দ করেছিলেন। বহরমপুরের  সাংসদ অধীর  চৌধুরীর অবদান ছিল। এই টাকা তে তিনটি নদীর উপর সেতু নির্মাণ হয়েছে। তবে কান্দি শহরের সঙ্গে  তার সংযোগ সাধিত হয় নি। আর রেল যোগাযোগ আজও হল না।    চৌরিগাছা,   সাটুই  হিজল হয়ে   কান্দি সাইথিয়া  রুটে  লাইন গড়তে নতুবা কর্নসুবর্ণ থেকে  কান্দি সহরের মধ্যে দিয়ে লাইন  সাইথিয়া যেতে পারতো। বহুবার সার্ভে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধীর চৌধুরী রেল মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর কান্দির মানুষের অনেক আশা জেগেছিল   রেল হবে বলে। এবার কান্দি জেলা শহরে  পরিণত হলে  অবহেলিত কান্দির মানুষের আশা পূরণ হবে  ।  মুখ্যমন্ত্রী বলেছেন ৬মাসের মধ্যে  জেলার পরিকাঠামো নির্মাণ  শুরু হবে। তার ঘোষণার পর কান্দিতে  উৎসাহের বন্যা শুরু হয়েছে।     





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.