Header Ads

পশ্চিমবঙ্গের মত অসমে বিশ্ব ত্রাস আলকায়দার সহযোগী আনসারুল বাংলা টিম জাল বিস্তার করছে

নয়া ঠাহর, গুয়াহাটি: অসমের নানা জেলাতে মুসলিম সমাজে জেহাদির জাল ছড়াতে  পশ্চিম বঙ্গের  মত  আলকায়দার সহযোগী বাংলাদেশের আনসারুল বাংলা টিম।" আলকায়দা ইন ইন্ডিয়ান সাব   কন্টিনেন্টর 'সঙ্গে কাজ করছে বলে  পুলিশের  অভিযোগ। বরপেটা, মইরাবাড়ি প্রভুতি জেলাতে  জেহাদীদের  মডিউল জাল বিস্তার করছে।অনেক মডিউল পুলিশ ধ্বংস করেছে। একাংশ   মাদ্রাসা এই দেশ বিরোধী কাজে জড়িয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন প্রমান পেলেই বন্ধ করে দেওয়া হবে।এর আগে মরিগাঁও এক খারিজিয়া মাদ্রাসা বন্ধ করেছে সরকার।  সরকার তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি ইংরেজি ভাষাতে অংক ,বিজ্ঞান পড়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন মাতৃভাষা র স্কুলে ইংরেজি  চালু হলে প্রাণ পাবে সার্বজনীন শিক্ষা । মাদ্রাসা গুলিকেও নিয়ন্ত্রণ  করবে সরকার। মুখ্যমন্ত্রী  আইন করে বেসরকারি  বা খারিজিয়া মাদ্রাসা তে অঙ্ক বিজ্ঞান পড়ানো কে  বাধ্যতামূলক করবেন বলে ঘোষণা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.