Header Ads

ভারতীয় সংসদে দেশের জল দূষণ, পরিবেশ গুরুত্ত দেওয়া হয় না ,দেশের ২৫ টি রাজ্য আর্সেনিক বিষ জল পান করছে

অমল  গুপ্ত,  গুয়াহাটি:দেশবাসী স্বাধীনতার ৭৫বর্ষ উপলক্ষএ জাতীয় পতাকা তোলার তোর জোড় শুরু করেছে। জোরকরে দেশ প্রেম  জাগিয়ে তুলতে  চাইছে সরকার। বড় পরিতাপ লজ্জার বিষয় অধিকাংশ দেশ বাসী আজও   জল জীবন  নিয়ে উদ্বেগ পর্যন্ত  করে না। সংসদে জল নিয়ে আলোচনা পর্যন্ত   হয় না। দেশের গঙ্গা ,যমুনা, ব্রহ্মপুত্র সহ ১৪৫টি নদ নদীর জল দূষিত  হয়ে গেছে।সংসদে সে কথা আগেই জানানো হয়েছে। গত ২আগস্ট  রাজ্যসভাতে সরকার জানান দেশের ২৫টি  রাজ্যের ২০৯ টি জেলাতে ভূগর্ভের জলে আর্সেনিক বিষের পরিমান প্রতি লিটারে০,০১ মিলিগ্রামের  থেকেও বেশি। জল শক্তি   মন্ত্রক  ভয়ানক ছবি তুলে বলেছে দেশের৮০শতাংশ মানুষ এই বিষাক্ত পানীয় জল খেয়ে বেঁচে থাকেন। আর্সেনিকের পরিমান বেশী থাকার অর্থ দেশ বাসী বিষ পান করেই বাঁচেন।  নীতি আয়োগ দেশ বাসীকে সাবধান করে দিয়ে বলছে দেশে যে দ্রুত হারে  বন জঙ্গল  ধ্বংস  চলছে,পাহাড় প্রকৃতির  নদনদীর ক্ষতি সাধন করা হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে দেশের ৫০ শতাংশের বেশি মানুষ এক ফোটা পানীয় জল পাবে না। দেশের চারটি  মহানগরী ইতি মধ্যে ভূগর্ভস্থ  জলের   অভাবে ভুগছে।  সাগরের জল লবন মুক্ত  করার প্রুযুক্তির  খরচ করার ক্ষমতা দেশবাসীর নেই।  দূষণ মুক্ত  পরিস্কার পরিচ্ছন্ন দেশ গড়ার অঙ্গীকার বিজেপি র অন্যতম অঙ্গীকার। প্লাস্টিক মুক্ত দেশ গড়ার অঙ্গীকার  অন্যতম । প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি  অধিকাংশ  "মন কি বাত" এ  জল দূষণ, জল সংরক্ষণ এর কথা বলেন। কিন্তু কে শোনে কার কথা  !  দেশ কোথায় প্লাস্টিক মুক্ত হল? হাটে বাজারে দেদার প্লাস্টিক চলছে  ,যার আয়ু ৫০০বছর ,বিষাক্ত প্লাস্টিক কে নষ্ট করা যায় না।দেশের নালা, নর্দমা , নদ নদী, সাগর,   সব   ফুটপাথ  রাস্তা ঘাট আবর্জনা তে ভরে গেছে। সাগরে তিমি মাছের পেটে ও প্লাস্টিক বিষ , মাটির  সঙ্গে মিশে  সব উর্বরতা  শক্তি নষ্ট হয়ে গেছে।   জমিতে   অতিরিক্ত কেমিক্যাল বা রাসায়নিক সার মেশানোর ফলে   গম উৎপাদনে সবুজ বিপ্লব করে অঢেল গম উৎপাদন করে পাঞ্জাব  হরিয়ানা  বাহবা কুড়িয়েছিল  একদিন সেই রাজ্যে  সব জমি বাঁজা হয়ে গেছে, ভূগর্ভের জল শুকিয়ে গেছে, প্লাস্টিক ব্যবহার তো আছেই।।বিজ্ঞানীরা সাবধান করে বলেছেন এবার মাইক্রো প্লাস্টিক মানুষের  দেহে প্রবেশ  করে  স্বাস প্রশ্বাস কে প্রভাবিত করছে।  ভয়ানক সংবাদ। হ্যাঁ তাই বাস্তব।
 দেশের   অধিকাংশ মানুষ  সচেতন নয়,নিজের দেশ  কে ভালোবাসে না। দেশ প্রেম  রসাতলে।  ঘর ঘরে জাতীয় পতাকা  তোলার অঙ্গীকার না করে জল দূষণ ,প্রতিরোধ   নদ নদী পরিবেশ  বন জঙ্গল সংরক্ষণ , বন্য জন্তুদের  বাঁচানো,প্লাস্টিক মুক্ত দেশ গড়ার  শপথ  নিক সবাই।নতুবা দেশ বাঁচবে না। তৃষ্ণায় মরে যাবে আর দেশের সংসদে  ক্ষমতার  রাজনীতির লড়াই চলবে।       দেশের অর্ধেক মহিলা শক্তি সেই শক্তি কে কাজে লাগানো  হচ্ছে না।সংসদ  এ  মহিলা সংরক্ষণ বিল আজও পাশ হল না। এই মহিলারা হাতে ক্ষমতা  পেলে  দেশের ভয়ংকর  জল দূষণ ,পরিবেশ সমস্যা   সব সমাধানে র পথ খুঁজে পেত।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.