Header Ads

দিল্লির দুর্গাপুজোতে ভোগ রান্না চলবে না,দিতে হবে ১০লাখ টাকা জরিমানা

নয়া ঠাহর,গুয়াহাটি: ইউনেস্কো এবার  বাংলার দুর্গাপুজোকে  ওয়ার্ল্ড  হেরিটেজ হিসাবে তকমা দিয়েছে। কলকাতার পুজো এবার আরও বড় জাঁক  জ মক ভাবে উদযাপনের  করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।সেই ক্ষেত্রে দিল্লি বাসীকে  সরকারি স্থানে ,  চিত্তরঞ্জন পার্কের মত  বড় পুজো করতে ১০লাখ টাকা  
দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ কে দিতে হবে। কড়া নির্দেশ  পুজোর বড় অঙ্গ মায়ের ভোগ রান্না তা করা যাবে না,থালা বাসন ধোয়া হবে না।সবাই বিপদে পড়েছে। দিল্লি পূর্বাঞ্চল  বঙ্গীয় সমিতির অধীনে ৩৮টি,পুজো হয়, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বিশ্বাস  সাংবাদিকদের জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়   দিল্লীতে  যাচ্ছেন  তার সঙ্গে দেখা করে  সমস্যার কথা জানানো হবে।







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.