আপনি ডান বাম যায় হন না কেন , আকাশের অধিকার থাকবে না
*ভারত এখন দুভাগে বিভক্ত*
🖋️পারিজাত নন্দ ঘোষ
আপনি মানেন আর না মানেন,
আপনি জানেন বা না জানেন...
আপনি ডান-বাম-মধ্যম যাই হন না কেনো!
আপনি নিজেকে দেশপ্রেমী ভাবুন অথবা আপনার ত্বকমা থাকুক দেশদ্রোহীতার!
আপনার নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হোক অথবা বহির্ভূত!
কিছু জিনিস আপনি এড়িয়ে চললেও কিছু যায় আসে না, যেটা হবার সেটা হয়েই যায়, সেটা হয়ে গিয়েছে...!
বিল গেটসের নাম শুনেছেন তো?
হ্যাঁ, সেই বিল গেটসের কথাই বলছি যে পৃথিবীর অন্যতম ধনী ব্যাক্তি!
না, এটা কোনো বিগ ব্রেকিং না!
প্রায় লোকই জানে বিল গেটস পৃথিবীর অন্যতম ধনী ব্যাক্তি!
তবে এটা জানেন কি যে এবার বিল গেটসকে ছাড়িয়ে গেলো ভারতের আদানী?
হুম,গুজরাটের আদানি এখন বিল গেটসের থেকেও বেশী ধনী হিসাবে স্বীকৃতি পেলো!
ভারতীয় হিসাবে খুব গর্ব হচ্ছে বুঝি?
এবার আসুন তার পরের গল্পে...
যে সময় এই প্রতিবেদনটা আসলো যে ধনীর তালিকায় বিল গেটসকে অতিক্রম করলো আদানি, সেই একই সময় অর্থনীতিতে ভারতের স্থান "নাইজেরিয়া"র থেকেও খারাপ...!!!
হ্যাঁ এতটাই ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি এখন ভারতের!
ভারত এখন দু-ভাগে বিভক্ত!
একটা আদানিদের নিউ ইন্ডিয়া আরেকটা আপামর ভারত বাসীর ভারত!
সবচয়ে বড় বিষয়টি মুষ্টিমেয় কয়েকজন ব্যাক্তি-গ্রুপ ও কোম্পানীর কাছেই এখন ভারতের সমস্ত টাকা সেটা প্রায় ২ শতাংশ বলতে পারেন বা তার চেয়েও কম!
আর বাকি অংশ?
তবে ওই বললাম আপনি যাই হন না কেনো "ধর্ম যার যার পেট্রোল-ডিজেল-চাল-ডাল-আটা সব কিছুর দাম সবার!" বিষয়টা এমন!
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন মতে মাত্র ২৫৫ জন ব্যাক্তি ব্যাংকের থেকে ঋণ (লোন) নিয়েছে ২,৪০,০০০ কোটি টাকা, যা তারা ফেরত দেয়নি!
এর প্রায় ৯৫% টাকা সরকারি ব্যাংকের টাকা, আর বাকিটা ব্যাক্তিগত খন্ডের!
এই টাকার পরিমান আপনি-আমি ভাবার বাইরে! কেননা এই বৃহৎ ধনের পরিমাণ পৃথিবীর প্রায় ৮৭ টি রাষ্ট্রের জিডিপ থেকেও বেশী!!!!
এবার প্রশ্ন এই যে ৯৫% সরকারি টাকা মানেই তো আপনার-আমার-প্রতিটি মানুষের ট্যাক্সের টাকা!
কোন ট্যাক্স জানেন তো?
এক দফায় না কয়েক দফায় ট্যাক্স!
যেমন ধরুন আপনি এক প্যাকেট পনির কিনলেন -এই পনিরের জন্য প্রথমে যে দুধ কেনা হয়েছে তার উপর ট্যাক্স দেওয়া হয়েছে, প্যাকেটিং করতে যে প্যাকেট ব্যবহার করা হয়েছে তার উপর ট্যাক্স দেওয়া হয়েছে! সর্বোপরি পনিরের উপর ট্যাক্স দেওয়া হয়েছে!
যে কোনো গরীব মানুষ কিন্তু নিজের অজান্তেই প্রতিদিন প্রতিটি পদক্ষেপে এমন ভাবেই রাষ্ট্র নির্মাণে পাই-টু-পাই কর দিয়ে থাকেন!
এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোই সাধারণ ৫-১০ হাজার লোন পরিশোধ করতে না পেরে সপরিবারে আত্মহত্যা করতে বাধ্য হন!
আর চিটিংবাজেরা?
হুম, ৫০ হাজার দিয়ে ব্যবসা শুরু এক বছরে ৫০ হাজার কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়েন তো কেউ আবার ১০ হাজার কোটি টাকা ঝেড়ে পালিয়ে ২ হাজার টাকা জরিমানা দেন!
সত্যি সেলুকাস বিচিত্র এ দেশ!
তাই বলছিলাম আপনি কোন জলের আর কোন স্থলের সেটা বড় বিষয় নয়! সকাল থেকে সন্ধ্যে আপনি সামাজিক মাধ্যমে আর চায়ের আড্ডায় যতই যাই ঝাড়ুন আর একে-অপরের সমালোচনা করুন সত্যিতো এটাই যে সবাই সম হারেই গ্যাস কিনছেন! কোনো কিছু ধ্বনি দিলেও আপনার থেকে বিদুৎতের বিল কম নিচ্ছে না!
গরীবদের তো বাদই দেন,মধ্যবিত্তরাও কিন্তু কর থেকে ছাড় পাইনি অথচ কর্পোরেটদের কর কিন্তু ১৮ থেকে ১৫ তে নামিয়ে আনা হয়েছে! আর প্রায় ২৫০ বিশেষ ব্যাক্তিদের কথা তো নাই বললেই চলে!
কেননা বললামই যে ভারত এখন দু-ভাগে বিভক্ত! এক আদানি-আম্বানি-বিজয় মালিয়াদের নিউ ইন্ডিয়া আরেকটি আপামর জনসাধারনের ভারত!
রিজার্ভ ব্যাংকের এক ভয়াবহ তথ্য মতে বিগত ৭ বছরে প্রতিদিন ১০০ কোটি টাকার ব্যাংক কেলেংকারি হয়েছে! তথ্যমতে ২০১৫ সনের এপ্রিল থেকে ২০২১ সনের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২.৫ লাখ কোটি টাকার ব্যাংক কেলেংকারি হয়!
ভাবতে পারেন দেশের বর্তমান কোথায় আর এর ভবিষ্যৎ কি হতে পারে?
প্যারাসিটামল, আ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, হাইড্রোক্লোরাইড, মেট্রোনিডাজোল, ফেনিটাইম সোডিয়াম, ডায়াবেটিস, হার্ট-পেইন কিলার সহ ৮০০ টি ঔষধের দাম কেন্দ্র থেকে বৃদ্ধি করা হয়েছে!
আপনি ডান-বাম-মধ্যম, খিলঞ্জীয়া-অখিলঞ্জীয়া, রাম ভক্ত বা নবী ভক্ত, এনআরসি ছুট, ৪ ডি, ভূমিপুত্র-পবন পুত্র যাই হন না, এর থেকে রেহাই নেই জানেন তো?
আপনার-আমার অজান্তেই রাষ্ট্র দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে একটা আদানি-আম্বানি-মালিয়াদের আরকটা আপামর জনসাধারণের!
"সেই দিন বাকি নেই যেদিন শ্বাস নিলেও ট্যাক্স দিতে হবে!"
আগের সব কিছু নীরবে হজম করলেও শেষের বাক্যটি আপনার অতি পন্ডিতালি বলে মনে হলো?
হতেই পারে এতে আমার কিছু যায় আসে না!
ভূ-গর্ভের জল কিনে পান করছি তো?
আসছে সে সময়-
মানুষ মুক্ত ভাবে শ্বাস (অক্সিজেন) নিবে আর তার জন্য অক্সিজেন যোন বানানো হবে, যার মালিকও একদিন আদানিদের মতো লোকেরাই হবে!
অর্থাৎ আপনি-আমি শ্বাস নিতে হলেও আদানিদের মতো কাউকে টাকা দিতে হবে!
কোন মন্তব্য নেই