Header Ads

"ঘরে ঘরে টেরঙা "কর্মসূচি সফল করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডি সি দের নির্দেশ দিলেন

নয়া ঠাহর,গুয়াহাটি: আগামী ১৩-১৫আগস্ট   তিন দিন ৭৫ বছর স্বাধীনতার অমৃত মহোৎসব সফল করতে দেশ প্রেম উজ্জীবিত করতে জাতীয় পতাকা উত্তলন  করা হবে।  মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  সব জেলার ডেপুটি  কমিশনার দের  সফল করার নির্দেশ দিলেন। সরকার   ইতিমধ্যে ৫০লাখ জাতীয় পতাকা কেনার অর্ডার দিয়েছে। রাজ্যের প্রতি বাড়ি  ব্যবসা স্থলে, বিদ্যালয় গাড়ি মোটর ,  এমন কি সোশ্যাল সাইট এও টেরঙা ঝান্ডা লাগানোর নির্দেশ এসেছে।   মুখ্যমন্ত্রী  গতকাল মিশন ভুমিপুত্রের সূচনা করেন।তফসিলি জাতি উপজাতি রা অনলাইনে জাতিগত প্রমান  পত্র পাবেন । এদিকে  মুখ্য সচিব   বড়ুয়া   আগামী ৫আগস্ট লোক কল্যাণ দিবস  উপলক্ষে ৯৯,জন সরকারি কর্মী এর  মধ্যে ১০জন রাজ্য স্তরের  কর্মীকে পুরস্কার দানের কথা ঘোষণা করেন। পুরস্কার পাওয়া কর্মীদের এক  বছর   চাকরীর মেয়াদ বাড়বে। তাদের ২৫হাজার টাকা ও স্মারক দিয়ে সম্মানিত করা হবে ৫আগস্ট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.