Header Ads

মমতা মন্ত্রী সভাতে নতুন মুখ ৮ জন আজ শপথ বাক্য পাঠ করেন

নয়া ঠাহর,কলকাতা:  মমতা মন্ত্রী  সভাতে ৮জন নতুন মুখ এলেন। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে  বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ,প্রদীপ মজুমদার,পার্থ ভৌমিক,  স্নেহাশিস চক্রবর্তী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে বীরবালা হাঁসদা, বিপ্লব রায় চৌধরী এবং প্রতিমন্ত্রী হিসাবে তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মণ  শপথ গ্রহণ করেন।    প্রাক্তন শিক্ষা মন্ত্রী শিল্প বিভাগের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়  ও বান্ধবী  অর্পিতা মুখার্জী র হেফাজত  থেকে  ৫০ কোটির বেশি   টাকা উদ্ধার হওয়ার প্রেক্ষিতে তার মন্ত্রিত্ব যায়।  প্রাক্তন মন্ত্রী সুব্রত  মুখার্জী সহ আরো দুজন মন্ত্রী মারা  গেছেন। অর্পিতা আর পার্থর নামে ৮কোটি টাকা ব্যাংক আকাউন্ট পাওয়া গেছে। আজ  শান্তিনিকেতনে   এই দুজনের ভবনের তলের মাটি খুঁড়ে টাকা পয়সা উদ্ধারে নেমেছে। ইডি। এদিকে বিরোধী দলপতি   শুভেন্দু অধিকারী  কেন্দ্রীয়  মন্ত্রী অমিত   শাহের সঙ্গে সাক্ষাৎ করে  সবই১০০ জন  তৃণমূল নেতা কর্মীর  তালিকা দিয়ে এসেছেন। তারা সবাই অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন বলে শুভেন্দু দাবি।   বঙ্গে প্রতি জেলাতে  শিক্ষা বিভাগে  অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার খবরে দেশ তোলপাড় । এই প্রেক্ষাপট এ মুখ্যমন্ত্রী দিল্লি  যাচ্ছেন। আজ মন্ত্রিসভাতে নতুন মুখ আনলেন।  পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন তো?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.