নওগাঁ এ বন্যা দুর্গতদের স্বাস্থ্য পরীক্ষা
নগাঁওতে বন্যাপীড়িতদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।
পাঁচ শতাধিক লোকের স্বাস্থ্য পরীক্ষা।
সুনীল রায় নগাঁও ৩আগষ্ট :- নগাঁওয়ের তুলসীমুখের দেউরীগাঁত্ততে গুযাহাটীর আয়ূরসূন্দা হাসপাতালের উদ্যোগে এবং নগাঁও জেলা বার্তাজীবী সংঘের সাথে নগাঁও ইলেকট্রনিক মিডিয়া এচছিয়েশ্বনের সহযোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।দেউরীগাঁত্তের রাজহুযা ভবন প্রাংগণে অনুষ্ঠিত হ ওয়া এই স্বাস্থ্য শিবির টি উদ্ধোধন করে নগাঁও সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রূপক শর্মায় ।আয়ূরসূন্দা হাস্পতালের হৃদরোগ বিশেষজ্ঞ মৃদুল মহন্ত, মেডিসিন বিভাগের প্রণব বরুয়া , অরিজিৎ বিষ্ণু, সুশীল দাসবর্মণ, অজয় শর্মা, ভবজ্যোতি কুমার, বিষ্ণুদাস ছাড়াও বহু কয়েকজন অভিজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা কর্মী উপস্থিত থাকে।এই শিবিরে বন্যাপীড়িত অঞ্চলের প্রায় পাঁচশোর অধিক লোকের স্বাস্থ্য পরীক্ষা করার সাথে বিনামূল্যে ই সি জি করার সাথে ঔষধ প্রদান করা হয়।আন্যদিকে স্বাস্থ্য পরীক্ষা শিবির উদ্ধোধনী অনুষ্ঠানের সহিত সংগতি রেখে একটি সংক্ষিপ্ত সভাও অনুষ্ঠিত হয়। সাংবাদিক জ্যোতিপ্রসাদ বরাই আঁতধরা এবং ভাস্কর জ্যোতি মেধিয়ে উদ্দেশ্য ব্যাখ্যা করা শিবির টি উদ্ধোধনী সভাটিতে বিধায়ক রূপক শর্মার সাথে দক্ষিণ পাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তরুণ চন্দ্র দাস, নগাঁও জেলা বার্তাজীবী সংঘের সভাপতি কনক হাজারিকা, উপদেষ্টা অখিল চন্দ্র দাস, নগাঁও জেলা ছাত্র সন্থার সভাপতি গৌরিশংকর শ ইকীয়ার সাথে আয়ূরসূন্দা হাসপাতালের অধীক্ষক প্রণব বরুয়া, সহকারী মহাপ্রবন্ধক মনোজ হালৈ এবং ভাবেন ডেকা, প্রবন্ধক বিজয় শংকর নাথ এবং ভবেনডেকা এই সকল উপস্থিত থাকে। উল্লেখ্য যে, স্বাস্থ্য পরীক্ষা করানো রোগী সকলকে গুযাহাটীর গনেশগুরির তৃষ্ণা মেডিক' জর হতে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই