Header Ads

বাংলার অচিন্ত শিউলি কমনওয়েলথ গেমস এ ভারোত্তলনে সোনা জিতলেন

নয়া ঠাহর,কলকাতা:বাংলার যুবক বাবা ছিলেন ভ্যান চালক,  ২০বছরের  পাঁচলার  যুবক   অচিন্ত অভাবের সংসারে থেকে   চলতি গেমসে দেশকে সোনা এনে দিলেন।কমনওয়েলথ গেমস  পুরুষদের ৭০কেজি ভারোত্তোলনে  সোনার পদক পান।তিনি স্নাচ বিভাগে ১৪৩এবং ক্লীন  এন্ড  jark বিভাগে ১৭০কেজি তোলেন, মোট ৩১৩ তুলে পদক পান।এর আগে পুরুষ বিভাগে সংকেত  সরগর রুপ এনে দিয়েছেন।এবং ব্রোঞ্জ এনে দিয়েছেন গুরু রাজা পূজারী  মহিলাদের বিভাগে আবার  দ্বিতীয় সোনা সোনা এনে দিলেন মিজোমের জেরেমি লাল রিনুঙ্গা, আগে পেয়েছেন মিরাবাই চানু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.