বাংলাদেশের সঙ্গে যোগ থাকা অসমে জেহাদি দের নেটওয়ার্ক ছড়াচ্ছে ,মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ তা স্বীকার করেন
নয়া ঠাহর,গুয়াহাটি: অসমে প্রতিটি জেলাতে পেনশন সেবা কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে সূচনা করার সময় সাংবাদিকদের বলেন বাংলা দেশের সঙ্গে যোগ থাকা দেশ বিরোধী জেহাদি দের কার্যকলাপ রাজ্যে চলছে।গতকাল মারিগাঁও ,বরপেটা এবং হাতিগাঁও থেকে ১১জন কে আটক করা হয়েছে। এই জেহাদীদের আল কায়দা এবং বাংলা দেশের জেহাদি সংগঠন। আনসারুল বাংলা টিমের সঙ্গে সম্পর্ক আছে।
কোন মন্তব্য নেই