কাজিরঙা তে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে১৩৫ টি
নয়া ঠাহর ,গুয়াহাটি: নানা প্রতি কুলতার মধ্যেও কাজিরঙা রাষ্ট্রিয় উদ্যানে বাঘের সংখ্যা বেড়েছে।
১৯৯৮ সালের গণনা অনুযায়ী কাজিরঙা তে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫টি।আজ বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে এক মুখপাত্র জানান দেশে স্বাধীনতার সময় ১৯৪০ সালের আগে এক লাখের বেশি বাঘ ছিল।এখন দেশে মাত্র তিন হাজার আছে। অসমে কাজিরঙা ছাড়াও মানস, ওরাং অভয়ারণ্য তে বাঘ আছে।
কোন মন্তব্য নেই