Header Ads

অভিনেত্রী অপর্ণা সেন তোপ দাগলেন,মমতার বিরুদ্ধে

নয়া ঠাহর, কলকাতা:  সিপিএম ,কংগ্রেস, এস ইউ সি আই সহ বিভিন্ন দল সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পদত্যাগ দাবি করেছেন।আজ বিশিষ্ট অভিনেত্রী ,চিত্র পরিচালক অপর্ণা সেন মুখ খুললেন।বঙ্গের  অধিকাংশ বুর্দ্ধিজীবী  এত বড় শিক্ষা দুর্নীতি দেখেও  চুপ। টু  শব্দ নেই। অপর্ণা  মমতাকে তোপ দেগে বলেন  কোটি কোটি টাকা উদ্ধার হল  ,শুধু পার্থ চট্টোপাধ্যায় কে সরিয়ে দিয়ে  বাঁচা যাবে না।   দুর্নীতির শিকড় খুঁজে বার করতে হবে। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.