Header Ads

সার নাথের অশোক স্তম্ভের সিংহ শান্তির প্রতীক, নতুন সংসদ ভবনের মাথায় তৈরি অশোক স্তম্ভের সিংহ হিংস্র ভয়ানক

নয়া ঠাহর  গুয়াহাটি;  সার্ নাথের  অশোক স্তম্ভের সাইজ অনেক  ছোট  সংসদ ভবনের অনেক বড় বলে এমন মনে হচ্ছে।   দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু  শান্তি নিকেতনের কলা ভবনের প্রধান শিল্পী  নন্দ লাল বসু কে সংবিধানের   শিল্প কর্ম নকশা ,  তৈরি করার ভার  দিয়ে ছিলেন।তারই নির্দেশে মধ্যে প্রদেশের বেতুলের  শিল্পী  দিননাথ ভার্গব অশোক স্তম্ভ টি নির্মাণ করেন।প্রয়াত দিন নাথের  পত্নী প্রভা ভার্গব জানিয়েছেন তার স্বামী কলকাতা চিড়িটাখানার বাঘ দেখার  জন্যে বার বার যেতেন।  তিনিই এই বাঘের নকশা  তৈরি করেন। সাবেক তার করা নকশা বাঘ শান্তির প্রতীক। দেখলে ভয় লাগে না বলে বিরোধীরা অভিযোগ করেছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.